-: অমৃতকথা :-
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বাংলা দিনপঞ্জী : সুপ্রভাত, আজ ১১ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ (১৮৫ রামকৃষ্ণাব্দ) রবিবার (ইং : ২৭শে ডিসেম্বর ২০২০) ।তিথি : আজ চান্দ্র অগ্রহায়ণ (মার্গশীর্ষ) শুক্লা ত্রয়োদশী শেষরাত্রি ৬।৬ পর্যন্ত ।
-: অমৃতকথা :- “গীতায় শ্রী ভগবান বলেছেন – ‘যজ্ঞ ছাড়া অন্য কর্ম বন্ধনের কারণ । অতএব হে কৌন্তেয়, তুমি ঈশ্বরের উদ্দেশ্যে অর্পিতচিত্ত হয়ে অনাসক্ত ভাবে কর্মানুষ্ঠান কর (২/৯) ।।’ ‘যজ্ঞ’ বলতে সাধারণভাবে একটি প্রজ্জলিত অগ্নি সমক্ষে ঈশ্বরের প্রীতির জন্য কৃত আচার অনুষ্ঠান বোঝায়, কিন্তু এখানে ‘যজ্ঞ’ বলতে জগতের শৃঙ্খলা ও নিয়ম বজায় রাখার জন্য সমস্ত জীবনের ভিত্তিস্বরূপ আদান-প্রদান মূলক কর্ম ও ত্যাগের কথা বলা হয়েছে । জীবনচক্রের মধ্যে এইরূপে অংশগ্রহণের মধ্য দিয়েই প্রকৃত সুখ অর্জন করা সম্ভব । অর্থাৎ আমাদের সমস্ত প্রচেষ্টাকে নিঃস্বার্থপর এবং ভোগ ও সঞ্চয় প্রবৃত্তি রহিত করে সমস্ত কর্মকে যজ্ঞে পরিনত করতে হবে । স্বার্থপরতা ত্যাগ করতে হলে জীবনটিকে ঈশ্বরমুখী করতে হবে । যখন আমাদের মন উচ্চ আদর্শের দিকে ধাবিত হবে, কেবলমাত্র তখনই স্বার্থপরতাকে জয় করতে পারব ।” – স্বামী স্মরণানন্দ (রামকষ্ণ মঠ ও মিশনের বর্তমান প্রেসিডেন্ট) ।গ্রন্থসূত্র : ‘স্মৃতি-স্মরণ-অনুধ্যান’ ।