অন্যান্য
-: অমৃতকথা :-
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :বাংলা দিনপঞ্জী :সুপ্রভাত, আজ ১২ই অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (১৮৫ রামকৃষ্ণাব্দ) মঙ্গলবার (ইং : ২৮শে নভেম্বর ২০২০)। তিথি : আজ চান্দ্র কার্ত্তিক শুক্লা ত্রয়োদশী দিবা ১০।২৬ পর্যন্ত ।
-: অমৃতকথা :- ‘দুঃখ’ : পর্ব – ২৩ “হে রুদ্র, তোমারই দুঃখরূপ তোমারই মৃত্যুরূপ দেখিলে আমারা দুঃখ ও মৃত্যুর মোহ হইতে নিষ্কৃতি পাইয়া তোমাকেই লাভ করি । নতুবা ভয়ে ভয়ে তোমার বিশ্বজগতে কাপুরুষের মতো সংকুচিত হইয়া বেড়াইতে হয় – সত্যের নিকট নিঃসংশয়ে আপনাকে সম্পূর্ণ সমর্পন করিতে পারি না । তখন দয়াময় বলিয়া ভয়ে তোমার নিকট দয়া চাহি, তোমার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ আনি, তোমার হাত হইতে আপনাকে রক্ষা করিবার জন্য তোমার কাছে ক্রন্দন করি । “রবীন্দ্রনাথ ঠাকুর (গ্রন্থসূত্র : ‘ধর্ম’) ।
সঙ্কলক : চৌসিশ ।