-: অমৃতকথা :-
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বাংলা দিনপঞ্জী,আজ ২৩শে কার্ত্তিক ১৪২৭ বঙ্গাব্দ (১৮৫ রামকৃষ্ণাব্দ) সোমবার (ইং : ৯ই নভেম্বর ২০২০) । তিথি : আজ শুদ্ধ আশ্বিন কৃষ্ণা নবমী রাত্রি ১২।৮ পর্যন্ত ।
-: অমৃতকথা :- দুঃখ : পর্ব – ৬ “আবার কালবৈশাখীর প্রচণ্ড ঝড়েও এই নদীকে দেখিয়াছি। বালি উড়িয়া সূর্যাস্তের রক্তচ্ছটাকে পাণ্ডুবর্ণ করিয়া তুলিয়াছে, কশাহত কালো ঘোড়ার মসৃণ চর্মেরমতো নদীর জল রহিয়া রহিয়া কাঁপিযা কাঁপিয়া উঠিতেছে, পরপারের স্তব্ধ তরুশ্রেণীর উপরকার আকাশে একটা নিঃষ্পন্দ আতঙ্কের বিবর্ণতা ফুটিয়া উঠয়াছে, তার পর সেই জলস্থল-আকাশের জালের মাঝখানে নিজের ছিন্ন বিচ্ছিন্ন মেঘমধ্যে জড়িত আবর্তিত হইয়া উন্মত্ত ঝড় একেবারে দিশাহারা হইয়া আসিয়া পড়িল – সেই আবির্ভাব দেখিয়াছি । তাহা কি কেবল মেঘ এবং বাতাস, ধুলা এবং বালি, জল এবং ডাঙ্গা ? এই-সমস্ত অকিঞ্চিৎকরের মধ্যে এ যে অপরূপের দর্শন । এই তো রস । ইহা তো শুধু বীণার কাঠ ও তার নহে, ইহাই বীণার সংগীত । এই সংগীতের আনন্দের পরিচয় সেই আনন্দরূপমমৃতম ।”রবীন্দ্রনাথ ঠাকুর (গ্রন্থসূত্র : ধর্ম)