-: অমৃতকথা :-
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :বাংলা দিনপঞ্জী :সুপ্রভাত, আজ ২রা কার্ত্তিক ১৪২৭ বঙ্গাব্দ (১৮৫ রামকৃষ্ণাব্দ) সোমবার (ইং : ১৯শে অক্টোবর ২০২০) । তিথি : আজ শুদ্ধ আশ্বিন শুক্লা তৃতীয়া রাত্রি ৬।৪৪ পর্যন্ত ।
-: অমৃতকথা :-“যে কোনো সম্পর্ককে রক্ষা করতে হলে যোগাযোগের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ । সঠিক যোগাযোগের অভাব অথবা কোনো ভুল বার্তা অনেক সময় ভুল বোঝাবুঝি অথবা সম্পর্ক বিচ্ছেদের কারণ হয়ে ওঠে । যত বেশি যোগাযোগ রক্ষা করা যাবে, তত ভাল হবে সেই সম্পর্ক । ঠিক সেইভাবে কোনো সম্পর্ককে অটুট রাখতে মনঃসংযোগ এবং যত্নগ্রহণেরও এক বিশেষ ভূমিকা থাকে । পরিবারের সকল সদস্যের সঙ্গে সপ্তাহে অন্তত একদিন বসে আলোচনা করা যায়, সেখানে প্রত্যেকেরই অন্য কোনো সদস্যের প্রতি তাঁর অসন্তোষের বিষয়টি ব্যক্ত করার স্বাধীনতা থাকবে, তাহলে পরিবারের সদস্যদের মধ্যে সংযোগ স্থাপনের অভাবটি পূরণের ক্ষেত্রে তা এক সেতু রচনার মতো সুদূরপ্রসারী ফল প্রদান করবে । অপরের যত্নগ্রহণ করার অর্থ শুধুমাত্র তার সুখস্বাচ্ছন্দ্যের প্রতি লক্ষ রাখা নয়, পরন্তু তার অর্থ হবে অপরের মতামতকেও গুরুত্ব প্রদান করা ।”স্বামী নিখিলেশ্বরানন্দ (গ্রন্থ সূত্র : সুসম্পর্ক স্থাপনের উপায় ) ।