অন্যান্য
“পুজো এলো”
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- মা দুর্গার আগমনে বাংলার ঘরে ঘরে বেজে উঠেছে আনন্দধ্বনি। উৎসবের শুভ সূচনালগ্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে নতুন গানের সংকলন ‘সৃষ্টি’। ইন্দ্রনীল সেন ও রূপঙ্কর বাগচীর কন্ঠে নতুন গান ‘পুজো এলো’।