-: অমৃতকথা :-
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:-বাংলা দিনপঞ্জী :সুপ্রভাত, আজ ২১শে আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (১৮৫ রামকৃষ্ণাব্দ) বৃহস্পতিবার (ইং : ৮ই অক্টোবর ২০২০) ।তিথি : আজ মল-আশ্বিন কৃষ্ণা ষষ্ঠী দিবা ১২।০ পর্যন্ত ।* আজ ভারতীয় বায়ুসেনা দিবস।
-: অমৃতকথা :-“প্রাণের একটা স্বাভাবিক ছন্দোমাত্রা আছে , এই মাত্রার মধ্যেই তার স্বাস্থ্য, সার্থকতা, তার শ্রী । এই মাত্রাকে মানুষ জবরদস্তি করে ছাড়িয়ে যেতেও পারে । তাকে বলে পালোয়ানি, এই পালোয়ানি বিস্ময়কর কিন্তু স্বাস্থকর নয়, সুন্দরতো নয়ই । এই পালোয়ানি সীমালঙ্ঘন করবার দিকে তাল ঠুকে চলে, দুঃসাধ্য-সাধনও করে থাকে, কিন্তু এক জায়গায় এসে ভেঙে পড়ে। আজ সমস্ত পৃথিবী জুড়ে এই ভাঙনের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। সভ্যতা স্বভাবকে এত দূরে ছাড়িয়ে গেছে যে কেবলই পদে পদে তাকে সমস্যা ভেঙে ভেঙে চলতে হয়, অর্থাৎ কেবলই সে করছে পালোয়ানি। প্রকাণ্ড হয়ে উঠছে তার সমস্ত বোঝা এবং স্তুপাকার হয়ে পড়ছে তার আবর্জনা। অর্থাৎ, মানবের প্রাণের লয়টাকে দানবের লয়ে সাধনা করা চলেছে। আজ হটাৎ দেখা যাচ্ছে কিছুতেই তাল পৌঁচচ্ছে না সমে(১)। এতদিন দুন-চৌদুনের(২) বাহাদুরি নিয়ে চলছিল মানুষ, আজ অন্তত অর্থনীতির দিকে বুঝতে পারছে বাহাদুরিটা সার্থকতা নয় – যন্ত্রের ঘোড়দৌড়ে একটা একটা করে ঘোড়া পড়ছে মুখ থুবরিয়ে। জীবন এই আর্থিক বাহাদুরির উত্তেজনায় ও অহংকারে ভুলে আছে যে, গতিমাত্রার জটিল অতিকৃতির দ্বারাই জীবনযাত্রার আনন্দকে সে পীড়িত করছে, অসুস্থ হয়ে পড়েছে আধুনিক অতিকায় সংসার, প্রাণের ভারসাম্য-তত্ত্বকে করেছে অভিভূত। “রবীন্দ্রনাথ ঠাকুর (গ্রন্থসূত্র : সাহিত্যের স্বরূপ ) ।
(১) সম : যে কোন তালের শুরু। (২) দুন : বাদ্যের দ্রুত তাল, একমাত্রার কালে দুই মাত্রা বাজানো। চৌদুন হচ্ছে এর চতুর্গুণ ।