-: অমৃতকথা :-
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বাংলা দিনপঞ্জী :সুপ্রভাত, আজ ১৮ই আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (১৮৫ রামকৃষ্ণাব্দ) মঙ্গলবার (ইং : ৬ই অক্টোবর ২০২০)।তিথি : আজ মল-আশ্বিন কৃষ্ণা চতুর্থী দিবা ৯।২৫ পর্যন্ত ।* আজ বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিক অধ্যাপক ডঃ মেধনাদ সাহার ১২৮ তম জন্মদিন (জন্ম : ৬ই অক্টোবর ১৮৯৩) ।
-: অমৃতকথা :-“অনেক সময় এই সকল প্রাচীন পৌরাণিক গল্পের ভিতরে মহামূল্য সত্য থাকে, আর দুঃখের সহিত বলিতে হইতেছে, আধুনিকদিগের সুন্দর মার্জিত ভাষার ভিতরে অনেক সময় শুধু অসার জিনিষ পাওয়া যায় । অতএব পৌরাণিক কাহিনী দ্বারা আবৃত বলিয়া এবং আধুনিক কালের অমুক মহাশয় কি তমুক মহাশয়ার মনে লাগে না বলিয়া প্রাচীন সব জিনিসই একেবারে ফেলিয়া দেওয়ার প্রয়োজন নাই ।’অমুক ঋষি বা মহাপুরুষ বলিয়াছেন, অতএব ইহা বিশ্বাস কর’ – এইরূপ বলাতে যদি ধর্মগুলি উপহাসের যোগ্য হয়, তবে আধুনিকগণ অধিকতর উপহাসের পাত্র । এখনকার কালে যদি কেহ মুশা, বুদ্ধ বা ঈশার উক্তি উধৃত করে, সে হাস্যস্পদ হয়; কিন্তু হাক্সলি, টিণ্ডাল বা ডারুইনের নাম করিলেই লোকে সে কথা একেবারে নির্বিচারে গলাধঃকরণ করে । ‘হাক্সলি এই কথা বলিয়াছেন’ – অনেকের পক্ষে এইটুকু বলিলেই যথেষ্ট । আমরা কুসংস্কার থেকে মুক্ত হইয়াছি বটে ! আগে ছিল ধর্মের কুসংস্কার, এখন হইয়াছে বিজ্ঞানের কুসংস্কার; আগেকার কুসংস্কারের ভিতর দিয়া জীবনপ্রদ আধ্যাত্মিক ভাব আসিত, আধুনিক কুসংস্কারের ভিতর দিয়া কেবল কাম ও লোভ আসিতেছে । সে কুসংস্কার ছিল ঈশ্বরের উপাসনা লইয়া, আর আধুনিক কুসংস্কার – অতি ঘৃণিত ধন, নাম-যশ বা ক্ষমতার উপাসনা । ইহাই প্রভেদ ।”স্বামী বিবেকানন্দ (গ্রন্থ সূত্র – ‘জ্ঞানযোগ’)।