সাপটি যতটাই সুন্দর, ততটাই বিষাক্ত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- গত ১৭ই সেপ্টেম্বর ‘লাইফ অফ আর্থ’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি নীলাভ রংয়ের সাপের ছবি টুইট করা হয়। ছবিটিতে লাল গোলপের উপর একটি নীল সাপ ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। দেখতে সাপটিকে যতোটাই সুন্দর সে ততটাই ভয়ঙ্কর। পশুবিজ্ঞানীরা বলছেন, সাপটি যতটাই সুন্দর, ততটাই বিষাক্ত। সাপটির নাম জানা গিয়েছে, নীল পিট ভাইপার। এটি হোয়াইট লিপ ভাইপারের নীল সংস্করণ। এই সাপ দেখতে পাওয়া যায় পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়াতে। হোয়াইট লিপ ভাইপার যে ডিম দেয় তার রং বেশিরভাগ সবুজ। তবে এই নীল সাপ খুবই বিরল। এই নীল সাপ অধিকাংশ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মস্কোর একটি চিড়িয়াখানার কর্মকর্তা। আর যেগুলি অবশিষ্ট রয়েছে তাদের দেখা পাওয়া ভাগ্যের ব্যপার। তবে এই সাপ দেখতে যতটা নিরিহ ও সুন্দর আদতে ততটাই ভয়ঙ্কর ও বিষাক্ত। একবার মানুষের শরীরে এর বিষ প্রবেশ করলে দ্রুত তা ছড়িয়ে পড়ে।