“মায়ের আগমন বার্তা”
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি: এ তিথিতে প্রধানত পিতৃপপুরুষের শ্রদ্ধা তর্পণ করা হয়, এ দিন তর্পণ করলে পিতৃপুরুষেরা আমাদের আশীর্বাদ করেন। এ ছাড়াও এদিনে দেবী দূর্গার বোধন করা হয়, “বোধন অর্থ জাগরণ”, তাই মহালয়ার পর দেবী পক্ষের “শুক্লপক্ষের” প্রতিপদে ঘট বসিয়ে শারদীয়া দুর্গা পুজোর সূচনা করা হয়। শ্রাবণ থেকে পৌষ ছয় মাস দক্ষিণায়ন। দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল, তাই বোধন অবশ্যই প্রয়োজন, মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সে সময় ও সংকল্প করে দুর্গা পুজো করা যায়, একে বলে প্রতিপদ কল্পারম্ভা, তবে সাধারণত আমরা ষষ্ঠী থেকে পুজোর প্রধান কার্যক্রম শুরু হতে দেখি যাকে বলা হয় ষষ্ঠাদী কল্পারম্ভা, কিছু কিছু প্রাচীন বনেদি বাড়ী এবং কিছু মঠ মন্দিরে প্রতিপদ কল্পারম্ভা থেকে পুজো হয়, যদিও প্রতিপদ কল্পরম্ভা থেকে শুরু করে পুজোতে ও মূল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ষষ্ঠী থেকেই এবং সপ্তমী থেকে বিগ্রহতে, প্রতিপদ থেকে শুধু ঘটে পুজো ও চণ্ডী পাঠ চলে।