অন্যান্য
“আজকের এইদিনে”
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- আজ একটা দারুণ দিন। সারা পৃথিবীতে এই দিনটি লাইভ ক্রিয়েটিভ ডে হিসেবে পালন হয়। মানুষের সৃষ্টিশীলতা,সৃজনশীলতা কে অনুপ্রেরণা দেওয়াই এই দিনটির উদ্দেশ্য। ১৯৪৯ সালের ১৪ ই সেপ্টেম্বর হিন্দি ভারতের দাপ্তরিক ভাষা হিসেবে গণ্য হয়েছিলো। সেই থেকে এই দিনটা হিন্দি দিবস হিসাবে পালিত হয়ে আসছে।