বিশ্ব দরবারে বিখ্যাত টেরাকোটা শিল্পের মৃৎশিল্পীদের দুরবস্থার মধ্যে দিন কাটছে
নিউস বেঙ্গল 365 বাঁকুড়া: বিশ্ব দরবারে টেরাকোটা শিল্পে বিখ্যাত বাঁকুড়া জেলার পাঁচমুড়া। এই করোনা পরিস্থিতিতে সেই পাঁচমুড়ার মৃৎশিল্পীদেরকেই দুরবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে। আর মাত্র একত্রিশ দিন পরেই দুর্গাপূজা, কিন্তু হাতে নেই কোনো ঠাকুরের অর্ডার। আবার তৈরি করা ঘট, ধুনুচি, মাটির প্রদীপ আরো অন্যান্য পুজোর সরঞ্জাম বিক্রি নিয়েও অনিশ্চিত তারা। ফলে সবদিক থেকেই নাজেহাল তারা। এই করোনা পরিস্হিতিতে কোনো চব্বিশ প্রহর, অষ্টম প্রহর না হওয়ায় মাটির সরা, ঘট বিক্রি হয়নি। অন্যান্য বছর তিন- চারটি দুর্গা প্রতিমার বায়না থাকতো কলকাতা থেকে। কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে ঘট, ধুনুচি, প্রদীপ ও পুজোর অন্যান্য সরঞ্জামের বায়নাও অনেক আগে থেকেই চলে আসে, কিন্তু এবছর কোনোরকমের বায়না নেই। খুচরো বিক্রির হারও কম। গড়বেতা, ওন্দা, বাঁকাদহ, বিষ্ণুপুর ইত্যাদি জায়গা থেকে ব্যাবসায়ীরা পুজোর সরঞ্জাম কিনে নিয়ে যায় অন্যান্য বছর। মৃৎশিল্পীরা এবছরও পুজোর সরঞ্জাম তৈরি করে রেখেছেন, কিন্তু এবছর এখনো পর্যন্ত কোনো ব্যাবসায়ী তাদের জিনিস পত্র কিনে নিয়ে যায়নি। মৃৎশিল্পী সুমন্ত কুম্ভকার জানিয়েছেন “এবছর আমাদের খুব দুরবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে। দোকানে ধার করে জিনিসপত্র কিনতে হচ্ছে। এছাড়াও মহাজনদের কাছে দু-পাঁচশো করে টাকা বাড়তি নিয়েছি এবং তারা পরে ওই টাকার জিনিস নিয়ে নেবে বলেছে।”