নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : রবীন্দ্রনাথ ও তার শান্তিনিকেতনকে নিয়ে এখন তোলপাড় গোটা বাংলা। খোদ বিশ্বভারতীর উপাচার্যর “সৌজন্যে” শান্তিনিকেতনে স্বয়ং রবীন্দ্রনাথই বহিরাগত। আর ঠিক এই সময়ে দাড়িয়েই সামনে এল এক নতুন তথ্য। রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে খনন করে পাওয়া একটি বিরল প্রজাতির ডাইনসরের জীবাশ্মর নাম রাখা হয় রবীন্দ্রনাথের নামে। অবাক হলেন! হ্যা। রবীন্দ্রনাথকে সম্মান জানিয়ে তার নামে রাখা “বরাপাসরাস টেগোরাই” এই জীবাশ্মটি দেখতে পাবেন আই এস আই এর জিওলজিক্যাল মিউজিয়ামে। ১৯৬১ সালে আই এস আই এর জিওলজিক্যাল সার্ভে ইউনিটের পক্ষ থেকে একটি খননকার্য চালানো হয় সেই সময় জব্বলপুরের প্রাণহিতা-গোদাবরী নদীর অববাহিকায়। সেখানেই পাওয়া যায় তৃণভোজী সরোপড প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম। এই খননকার্য চালিয়েছিলেন বিখ্যাত জীবাশ্ম বিশেষজ্ঞ পামেলা রবিনসন, প্রশান্তচন্দ্র মহালনবিশ, প্রণব মজুমদার। খননের পর বিশালাকৃতি জীবাশ্মটির পায়ের মাপ দেখে সঙ্গে থাকা শ্রমিকরা ” বড়া পা বড়া পা” বলে চিতকার করে উঠে। তখনই এর নাম দেওয়া হয় বরাপাসরাস বলে। আর ওই সময় রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী চলার কারণে নাম দেওয়া হয় “টেগোরাই”। সব মিলিয়ে “বরাপাসরাস টেগোরাই” নামেই স্বীকৃতি দেওয়া হয় সরোপড প্রজাতির এই ডাইনোসরের জীবাশ্মকে। প্রায় ৩০০র বেশী টুকরোকে জোড়া দিয়ে এর পূর্ণাঙ্গ রূপ দেন প্রণবকুমার মজুমদার। ১৯৭৫ সালে এই খননকার্য ও উদ্ধার হওয়া এই বরাপসরাস টেগোরাই” কে নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন তপন রায়চৌধুরী। তার ” The suropod dinosaurs from the lower juraassic kota. Formation of india” নামক এই গবেষণাপত্রে তথ্য মেলে এই “বরাপাসরাস টেগোরাই” এর। (EXCLUSIVE)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
শুভ মকর সংক্রান্তি
January 14, 2021