উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের অন্তর্গত আলতাপুর ১ নং গ্রাম পঞ্চায়েত পূব রাঘবপুর নয়োটোলা গ্ৰামের বেহাল দশা, রাস্তার কাজের টেন্ডার হয়ে গেলেও কাজ শুরু না করায় ক্ষোভে ফুঁসেছে গ্ৰামবাসীরা, জানা যায় ২০১৭ সালে বন্যায় ভেঙ্গে যায় রাস্তা, তখন থেকেই রাস্তার বেহাল দশা রাস্তা সংস্কার হয়নি,যার জেরে বিপাকে পড়ছে স্কুল ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষজন, রাস্তার এতটাই খারাপ যে গ্ৰামে গভবতী মায়েদের জন্য এম্বুলেন্স অবদি পৌঁছায় না গ্ৰামে, গ্ৰাম বাসীরা বলেন রাস্তার তৈরি জন্য টেন্ডার পাশ হয়েছে, রাস্তায় বোড লাগিয়েছে ঠিকাদার সংস্থা। কেন এই কাজ এখনো শুরু হয়নি। গ্ৰাম বাসীরা অভিযোগ করেন করণদিঘী বিডিও নীতীশ তামাং সহ গ্ৰাম পঞ্চায়েত প্রধান সহ বিধায়ক কাছেও রাস্তার সংস্কারের দাবীতে বারবার আবেদন করেন, কিন্তু কাজ কিছুই হয়নি, গ্ৰাম বাসীরা বলেন সামনেই পঞ্চায়েত ভোট আসছে, গ্ৰামের রাস্তা সংস্কারের কাজ দ্রুত শুরু না হলে ভোট বয়কট করবেন বলে জানিয়েছেন গ্ৰামবাসীরা