২ অক্টোবর, রবিবার অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিস। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতেও রাখা হয়। প্রাথমিক ভাবে এর পর মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এই রবিবার আচমকাই অবস্থার অবনতি হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, রাতে অক্সিজেনের স্তর অনেকটাই নেমে গিয়েছিল সমাজবাদী পার্টির সুপ্রিমোর। অক্সিজেনের স্তর বাড়িয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা গেলেও শেষরক্ষা করা যায়নি। সোমবার সকালে মুলায়ম-পুত্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বাবার মৃত্যুর খবর জানান সংবাদমাধ্যমকে।
মুলায়ম সিং যাদবের প্রয়াণে উত্তরপ্রদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ভারাক্রান্ত যোগী। একইসঙ্গে টুইট করে তিনি জানিয়েছেন যে অখিলেশ যাদবের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। মঙ্গলবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুলায়ম সিং যাদবের শেষকৃত্য সম্পন্ন হবে। টুইটে যোগী লিখেছেন, ‘উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মুলায়ম সিং যাদবজির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাঁর মৃত্যু সমাজতন্ত্রের একটি প্রধান স্তম্ভ এবং একটি সংগ্রামী যুগের অবসান ঘটল। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মুলায়ম সিং যাদবজির মৃত্যুতে উত্তরপ্রদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।’