কলকাতা: মহম্মদ আলি পার্কের পুজোর জট কেটেছে অনেক দিন। পুরোদমে পুজো হচ্ছে মহম্মদ আলি পার্কে। এবারের থিম রাজস্থানের শীশ মহল। এই মহল ‘মিরর প্যালেস’ নামেও পরিচিত। মূল্যবান পাথর, কাঁচ এবং সুন্দর কারুকাজ করা ছবিগুলি যেন এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এবার মহম্মদ আলি পার্কের এই থিম মানুষের মন ছুঁয়ে যাবে তা নিয়ে কোনও সন্দেহই নেই।

রাজস্থানের রাজকীয় সৌন্দর্য এবং জাঁকজমকের প্রতিফলন হবে এই পুজো মণ্ডপে। ভিতরের বিভিন্ন চিত্রকর্ম এবং শিল্পকর্ম রয়েছে যা, আপনাকে বিস্মিত করবে। এই প্যান্ডেলের কারুকাজ সকলকে মুগ্ধ করবেই। মণ্ডপের গায়ে ম্যুরাল এবং স্বতন্ত্র আয়না ও কাচের কাজ এটিকে আরও স্বতন্ত্র করেছে।

মহাম্মদ আলি পার্ক দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক সুরেন্দ্র কুমার শর্মা জানালেন, “আমরা এবছর শীশ মহল থিম হিসেবে উপস্থাপিত করেছি। বহু মানুষ আমাদের অনুরোধ করেছিলেন তারা রাজস্থানে যেতে পারেননি, কিন্তু কলকাতায় বসে সেই স্থাপত্যের স্বাদ নিতে চান তারা। বিগত এক যুগের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে অন্বেষণ করার এক প্রচেষ্টা এটি। আমরা আশাবাদী এই থিম দর্শনার্থীদের এক রাজকীয় অনুভূতি দেবে।”

পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা জানান, হাজার হাজার কাজের ঝিকিমিকি প্রতিফলন শীশ মহল মণ্ডপের চারপাশকে আলোকিত এবং প্রাণবন্ত করে তুলবে। প্রাসাদের ইতিহাসকে পুনরুজ্জীবিত করবে।
