নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : ইয়ং বয়েজ ক্লাবের সদস্যরা বরাবরের মতো এবারেরও প্রাসঙ্গিক এবং সামাজিক সমস্যাগুলিকে থিম হিসেবে তুলে ধরেছেন। এই পূজা মধ্য কলকাতার তারা চাঁদ দত্ত স্ট্রিটের কাছে। সেন্ট্রাল আ্যভিনিউ এবং রবীন্দ্র সরণির মধ্যবর্তী স্থানে অবস্থিত এই পুজো মধ্যকলকাতার অন্যতম আকর্ষণ। ৫৩তম বছরে পদার্পণ করল ইয়ং বয়েজ ক্লাবের দেবী আরাধনা। এ বছরের থিম ”ময়ূরপঙ্খী নৌকা”। মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে। উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, স্থানীয় কাউন্সিলর রেহানা খাতুন ও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি।

প্রধান সংগঠক রাকেশ সিং, বলেন, “এই বছর, ইয়াং বয়েজ ক্লাব তাদের দুর্গা পূজার মণ্ডপসজ্জার উপকরণ হিসাবে হোগলা পাতা, পাটকাঠি এবং শুকনো ফল দিয়ে ময়ূরপঙ্খী নৌকার রুপ দিচ্ছে। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীজনিত কারণে দুই বছরের বিরতির পর, সিটি অফ জয় কোলকাতা আবারও শারদোৎসবে সামিল হতে চলেছে।

ইয়ং বয়েজ ক্লাবের যুব সভাপতি শ্রী বিক্রান্ত সিং এর কথায় দর্শনার্থীরা যখন মন্ডপে প্রবেশ করবেন তখন তাঁরা বাংলার কিছু অনন্য হস্তশিল্পের সাক্ষী হবেন। মণ্ডপের ভিতরে থাকবে নবদূর্গা।
