অভিষেক ব্যানার্জীর বাড়িতে মুখ্যমন্ত্রী। তারপরেই ঢুকলো নয় সদস্যের সিবিআই টিম।
নিউজ বেঙ্গল 365, নিউজডেস্ক: মঙ্গলবার সকাল টানাগাদ নবান্ন যাওয়ার পথে হটাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কনভয় দাঁড়িয়ে পড়লো ‘শান্তিনিকেতনে’। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে সোজা হেঁটে চলে গেলেন সাংসদ অভিষেক ব্যানার্জীর বাড়িতে। মিনিট দশেক বাদে মুখ্যমন্ত্রী সাংসদের মেয়ের হাত ধরে বেরিয়ে আসেন, তারপর তিনি নবান্নর উদ্দেশ্যে বেরিয়ে যান। নিরাপত্তারক্ষহীদের হাত ধরে বাড়ির ভিতর চলে যান অভিষেক কন্যা। যদিও ওই সময় সাংসদ বাড়িতে ছিলেন কি না সেই বিষয়ে কিছু জানা যায়নি। অপরদিকে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার কয়েক মুহূর্ত পরেই সিবিআই এর নয় জনের একটি টিম অভিষেক পত্নী রুজিরা ব্যানার্জীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাংসদের বাড়িতে এলো। সিবিআই টিমের সঙ্গে রয়েছেন দিল্লির দুই আইনজীবী ও কলকাতার এক আইনজীবী। অন্যদিকে সূত্রে খবর, রুজিরা ব্যানার্জীর আইনজীবীও রয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জীর বাড়িতে।