কলকাতা
সিবিআইয়ের মুখোমুখি হতে প্রস্তুত অভিষেক জায়া রুজিরা ব্যানার্জী।
নিউজ বেঙ্গল 365, নিউজডেস্ক: সিবিআইয়ের নোটিসের জবাব দিলেন রুজিরা ব্যানার্জী। তিনি সিবিআইয়ের নোটিসের প্রাপ্তি স্বীকার করে জানিয়েছেন, রবিবার সিবিআইয়ের অফিসারেরা যখন এসেছিলেন তখন তিনি বাড়িতে ছিলেন না, মঙ্গলবার সকাল 11 টা থেকে 3টের মধ্যে যেকোনো সময় তাঁর কালীঘাটের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআইয়ের তদন্তকারী দল।তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জীর স্ত্রী রুজিরা ব্যানার্জী সোমবার সিবিআইকে ইমেল পাঠিয়ে তাঁর উত্তর দিয়েছেন বলে সূত্রের খবর।সিবিআইকে রুজিরা তাঁর চিঠিতে আরও লিখেছেন, কেন বা কি কারণে সিবিআই তাঁর সঙ্গে দেখা করতে চাইছে, তা তিনি বুঝতে পারছেন না।