এবার ফিরহাদ হাকিমের মেয়েকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
নিউজ বেঙ্গল 365, নিউজডেস্ক: গতকাল সাংসদ অভিষেক ব্যানার্জীর স্ত্রী ও শ্যালিকাকে সিবিআই এর নোটিশ পাঠানো নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিলো রাজ্য রাজনীতি। আর সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবার আবার উত্তাল তৃণমূল অন্দরমহল। এবার ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীকে নোটিশ পাঠালো ইডি। সূত্রে খবর, মেট্রো ডেয়ারির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই নোটিশ ইডির তরফ থেকে পাঠানো হয়েছে মন্ত্রীকন্যাকে। সূত্রের খবর, প্রিয়দর্শিনীর বাড়িতে গিয়েই নোটিস দিয়ে আসা হয়েছে। এই সপ্তাহে প্রিয়দর্শিনীকে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির সূত্রে দাবি, মেট্রো ডেয়ারির টাকায় কিছু কারচুপি লক্ষ্য করা গেছে, ব্যাংকের অ্যাকাউন্টের লেনদেনে একাধিক অসঙ্গতি রয়েছে। অপরদিকে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার একাধিকবার বিদেশে গিয়েছেন। ইয়াসিরের বিদেশ যাত্রার সঙ্গে বিদেশে টাকা পাচারের কোনো যোগসূত্র আছে কি না সেই ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। যার জেরেই প্রিয়দর্শিনীকে জিজ্ঞাসাবাদ করার জন্যই এই নোটিস পাঠানো হয়েছে বলে জানাচ্ছে ইডির সূত্র।