কলকাতা
পশ্চিমবঙ্গে আশার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই কেন্দ্রীয় মন্ত্রীদের : অনুরাগ সিং ঠাকুর।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, কলকাতা : পশ্চিমবঙ্গে আশার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই কেন্দ্রীয় মন্ত্রীদের। তাঁরা দেশের সর্বত্রই যেতে পারেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে দেখতে আজ তিনি কলকাতায় আসেন। দমদম বিমানবন্দরে অনুরাগ সিং ঠাকুর সাংবাদিকদের বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রীরা তাঁদের প্রয়োজনে দেশের সর্বত্র জায়গাতে যেতে পারেন। বিজেপি নেতাদের বহিরাগত বলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন তারই প্রত্যুত্তরে বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট একথা বলেছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যে এটা প্রমাণিত কি ধরনের পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে।