কলকাতা
ট্রাক থেকে ২১ কোটি ৬০ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে এসটিফ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বেলগাছিয়া মিল্ক কলোনির কাছে একটি ট্রাক থেকে ২১ কোটি ৬০ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। গোপন সূত্রে খবর পেয়ে এসটিফ রাত ৮ টা নাগাদ ট্রাকটিকে আটক করে তল্লাসি চালিয়ে দু’কেজি হেরোইন পাওয়া যায়। আন্তর্জাতিক বাজারে যার দাম ১০ কোটি টাকা এবং দু’লক্ষ ৩২ হাজার ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ১১ কোটি ৬০ লক্ষ টাকার মতো। দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মেহের আলী ও রবিউল হোসেন নামে ধৃতদের বাড়ি অসমে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ধৃত দু’জন দু’জনকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। বড়সড় চক্রের হদিস মিলতে পারে বলে অনুমান। বাংলাদেশে ওই মাদক পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্রে খবর।