ডোনা গাঙ্গুলিকে ফোন করে ‘দাদা’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির খবর নিলেন ডোনা গাঙ্গুলির থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকাল ১০টা নাগাদ ডোনা গাঙ্গুলির ব্যাক্তিগত মোবাইল ফোন নম্বরে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ডোনার থেকে সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্য বিষয়ে বিশদে খোঁজ নেন বলে জানা গেছে। সৌরভ জায়ার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রায় ৪ মিনিট ধরে কথা হয় বলে সূত্রে খবর। মহারাজের সুস্থতা কামনা করে তাঁর পরিবারকে, সবরকম সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, শনিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সৌরভ গাঙ্গুলির এনজিওপ্লাস্টি হওয়ার পর একটি ব্লকেজ ধমনীতে স্টেন্ট বসানো হয়। সোমবার বিখ্যাত চিকিৎসক ড: দেবী শেট্টি কলকাতায় আসছেন শুধুমাত্র সৌরভ গাঙ্গুলিকে দেখতে। তিনি আসার পর উডল্যান্ডস এর মেডিকেল টীম তাঁর সঙ্গে আলোচনা করে ‘দাদা’র বাকি দুই ব্লকেজ ধমনী নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। রবিবার ডাক্তাররা জানিয়েছেন সৌরভ সুস্থ রয়েছেন। দিনভর তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।