কলকাতা
জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হচ্ছেন শুভেন্দু অধিকারী।
নিউজ বেঙ্গল 365, নিউজ ডেস্ক: জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া-র চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হচ্ছে সদ্য বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারীকে। তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল মর্যাদা দেয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইচ্ছেতেই তিনি এই দায়িত্ব পেতে চলেছেন বলে খবর। সংশ্লিষ্ট মন্ত্রক থেকে তাঁকে ফোন করে ইতিমধ্যেই তাঁর বায়োডাটা চাওয়া হয়েছে বলে সূত্রে খবর। উল্লেখ্য, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে শুভেন্দু অধিকারী সেই সব সুবিধা পাবেন যে সকল সুবিধা কেন্দ্রীয় মন্ত্রীরা পান।