লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী বিনয় মিশ্রর বাড়িতে সাতসকালে সিবিআই হানা।
নিউজ বেঙ্গল 365, নিউজডেস্ক: গরু ও কয়লা পাচার কাণ্ডে বৃহস্পতিবার সকালে অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী বিনয় মিশ্রর লেক টাউন, চেতলা ও রাসবিহারীর বাড়িতে হানা দিল সিবিআই। যদিও কোনো বাড়িতেই পাওয়া যায়নি বিনয় মিশ্রকে। একই সঙ্গে হুগলির কোন্নগরে লালা ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী অমিত সিং ও নবীন সিং-এর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই। অনুপ মাঝি ও এনামুল হকের মধ্যে লিঙ্কম্যানের কাজ করতো বিনয় এবং তাঁর মাধ্যমেই প্রভাবশালীদের কাছে টাকা পাঠানো হতো বলে সিবিআই সূত্রে খবর। অপরদিকে, গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হককে বুধবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হলে বিচারক এনামুলকে ৬ই জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। সূত্রে খবর, সিবিআই তল্লাশি চালিয়ে এনামুলের কাছ থেকে একটি সবুজ রঙের ডায়েরি উদ্ধার করেছে। সেই ডাইরিতে হাজার হাজার কোটি টাকার লেনদেনের হিসাব পাওয়া গেছে বলে সূত্রে খবর।