সৌরভের বাড়িতে হটাৎ অশোক ভট্টাচার্য।
নিউজ বেঙ্গল ৩৬৫, কলকাতা : বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যাক্তি ‘দাদা’ সৌরভ গাঙ্গুলি। রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে প্রায় দুই ঘন্টার বৈঠক। তারপর দিনই দিল্লিতে অমিত শাহের সঙ্গে একই মঞ্চে। আলোচনা চলছিল তাঁকে নিয়েই। তারমধ্যেই আজ বুধবার বিকালে সৌরভের বেহালার বাড়িতে আচমকাই হাজির হন সিপিএম নেতা ও শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। বেশ কিছক্ষন সৌরভ গাঙ্গুলির বাড়িতে কাটিয়ে ফিরে যাবার পর বাম জমানার প্রাক্তন মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজ সৌরভ গাঙ্গুলির বাড়িতে বসে সৌরভ আর ডোনার সাথে অনেক গল্প হলো । শিলিগুড়ির খবর, ক্রিকেট নিয়ে আলোচনা হলো । আমি ইলেকশনে লড়ছি কিনা তাও জানতে চাইলো। তার জন্যে আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলো।’ সৌরভের রাজনীতিতে যোগদানের প্রসঙ্গে অশোকবাবু লেখেন, ‘রাজনীতির কথা প্রসঙ্গে আমার মত, ওর রাজনীতিতে যুক্ত না হওয়া, তাও বলেছি। কথা প্রসঙ্গে বলেছি ক্রিকেট ওকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে। দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে।’ তিনি আরো লেখেন, ‘ওর সাথে শিলিগুড়ির ক্রিকেট নিয়েও কথা হয় । ও সব রকম সহযোগিতা করবে। একবার এসব নিয়ে কথা বলতে শিলিগুড়িতে আসবে।’ যদিও শিলিগুড়ির পৌর প্রশাসক অশোক ভট্টাচার্যের বুধবার সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।