এবার মুখ্যমন্ত্রীকেই ‘বহিরাগত’ বলে খোঁচা বাবুলের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: বঙ্গ রাজনীতি এখন সরগরম ‘বহিরাগত’ তত্ত্বে। ২০২১ কে পাখির চোখ করে ইতিমধ্যেই কৈলাস বিজয়বর্গীয়, সুনীল দেওধর, অরবিন্দ মেনন, অমিত মালব্য সহ একাধিক ‘হিন্দিভাষী’নেতৃত্বকে রাজ্যের দায়িত্ব দিয়েছে গেরুয়া শিবির। যা নিয়ে ইতিমধ্যে ‘বহিরাগত’ স্লোগান তুলে প্রচারের ঘুটি সজাচ্ছে তৃণমূল। যা নিয়ে সরব বিজেপিও। আর এই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এমনকি এবার খোদ তৃণমূল সুপ্রিমোকেই পাল্টা ‘বহিরাগত’ বলে কড়া আক্রমণ করলেন তিনি। বাবুলের বক্তব্য, “চিন্তা করবেন না। আপনি নিজেই তো ২০২১-এ বহিরাগত হয়ে যাবেন দিদি। এটা কৌশল হতে পারে না। এটা রাজনৈতিক নির্বুদ্ধিতা।” এখানেই শেষ নয়, এদিন ‘অবাঙালী’দের বহিরাগত তকমা লাগানো নিয়েও চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করে বাবুল বলেন,”বাংলায় এতো কোটি অবাঙালী মানুষ থাকেন, তারা বাংলায় কথা না বললেও তারাও বাংলার মানুষ।” এমনকী এই ‘বহিরাগত’ ইস্যুকে হাতিয়ার করেই ‘অবাঙালী’দের পাশে দাড়িয়ে আসানসোলের বিজেপি সাংসদের বার্তা,”বহু রাজ্যের অবাঙালী মানুষ বাংলাকে সমৃদ্ধ করেছে, তাদের আপনি বহিরাগত বলছেন?” নিজের বক্তব্যে এদিন মুখ্যমন্ত্রীকে কার্যত ‘রাজনৈতিক নির্বোধ’ বলেও কটাক্ষ করে বাবুল বলেন,” নির্মম নির্বুদ্ধিতা ছাড়া কি বলবো এটাকে? এর জবাব আসন্ন, তৈরি থাকুন।”