রাজভবনে ‘মহারাজ’।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: বঙ্গ রাজনীতির ময়দান রবিবার ছিল সরগরম। একদিকে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জীর জনসভা অন্যদিকে দাঁতনে শুভেন্দু অধিকারীর মিটিং ও মিছিল। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়ে বঙ্গ রাজনীতিতে সুনামি বইয়ে দিলেন ‘দাদা’ সৌরভ গাঙ্গুলি। রবিবার বিকাল সাড়ে চারটে নাগাদ আচমকাই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির গাড়ি ঢুকতে দেখা যায় রাজভবনে। ফুলের তোড়া দিয়ে রাজ্যপাল জগদ্বীপ ধনকর সৌরভ গাঙ্গুলিকে স্বাগত জানান। দুজনে বেশ কিছুক্ষন আলোচনা করার পর বিসিসিআই সভাপতি রাজভবন ছেড়ে বেরিয়ে যান। পরে রাজ্যপাল টুইট করে জানান, ‘দাদার সঙ্গে রাজভবনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো।’ তিনি আরো লিখেছেন, ‘1864 সালে তৈরী দেশের সবচেয়ে পুরোনো ক্রিকেট গ্রাউন্ড ইডেন গার্ডেনে যাওয়ার জন্য তাঁর আমন্ত্রণ গ্রহণ করলাম।’ যদিও সৌরভ গাঙ্গুলির রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদ্বীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ রাজ্য রাজনীতি তো বটেই, পুরো দেশ জুড়েই শুরু হয়েছে জল্পনা কল্পনা।