কলকাতা
সুজাতা মন্ডল খান এখনো বিজেপিতেই!
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: সদ্য বিজেপি ত্যাগী তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল খান তাঁর ফেসবুক কভার পেজে এখনো রেখে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তোলা তাঁর ছবি। মাঝখানে দেখা যাচ্ছে বিজেপির সাধারণ সম্পাদক ও বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে। তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর এখনো সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে নেটিজেন দুনিয়ায় জল্পনা শুরু হয়েছে। উঠছে প্রশ্ন, তবে কি বিজেপিকে মন থেকে এখনো মুছতে পারেন নি সুজাতা ? যদিও তিনি তাঁর ফেসবুক একাউন্ট থেকে বর্তমানে তৃণমূলের হয়ে তাঁর জনসভার ছবি পোস্ট করছেন।