অভিষেকের ‘নোবেল’ প্রাপ্তি! তীব্র কটাক্ষ বাবুল-সৌমিত্র’র।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। যা নিয়ে রীতিমতো ট্রোলড মমতা বন্দোপাধ্যায়। আর তার সেই মন্তব্য নিয়েই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আর সাংসদ সৌমিত্র খাঁ’য়ের। আজ নবান্নে বেশ কিছু প্রকল্পের ঘোষনা করতে সাংবদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অমর্ত্য সেনকে নিয়ে একটি প্রশ্নের উত্তরে বাংলার নোবেল প্রাপকদের নাম বলতে থাকেন তিনি। নোবেল প্রাপক হিসাবে রবীন্দ্রনাথ, অমর্ত্য সেন, অভিজিত বিনায়ক চৌধুরীর সঙ্গে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নামও মুখ ফস্কে সেই তালিকায় বলে ফেলেন। যা নিয়ে রীতিমত হাসা হাসি শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। আর হাতের কাছে অভিষেকের ‘নোবেলপ্রাপ্তি’র ইস্যু নিয়ে তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বাদ যাননি সৌমিত্র খা’ও। বাবুলের কটাক্ষ, ” পিসিমনির মুখ ফস্কে যখন বেরিয়ে গেছে তখন আমাদের সকলের প্রিয় ভাইপো নোবেল পুরস্কার পাবেনই।” এখানেই শেষ নয়, কটাক্ষের সুর আরও চড়িয়ে বাবুল বলেন, “আপনারা পরামর্শ দিন, মতামত দিন কি ‘বিষয়ে’ পেতে পারেন, কারণ ‘বিষয়’ অনেক আছে।” তবে শুধু বাবুলই নয়, একই ইস্যুতে মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বিষ্ণুপুরের সাংসদ ও যুব মোর্চা’র রাজ্য সভাপতি সৌমিত্র খা’র কটাক্ষ, “নোবেল পুরষ্কারে নতুন নাম যুক্ত করলেন আমাদের দিদি।”