কলকাতা
দলীয় কর্মীর গ্রেফতারের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও, উত্তাল খড়দহ।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: খড়দহ বিজেপি মন্ডল যুব সম্পাদক বুলেট রায়ের গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠলো খড়দহ থানা। পুলিশি সূত্রে খবর, বেআইনি অস্ত্র রাখার অপরাধে পুলিশ বুলেট রায়কে গ্রেফতার করে।অন্যদিকে, বিজেপির অভিযোগ পুলিশ মিথ্যা কেস দিয়ে বুলেট রায়কে গ্রেফতার করেছে। যুব মন্ডল সম্পাদকের গ্রেফতারের প্রতিবাদে বিজেপি কর্মীরা থানায় গেলে তাদের উপর বেধড়ক লাঠি চালায় পুলিশ বলে অভিযোগ বিজেপির। থানার ভিতর যে সকল বিজেপি কর্মীরা ছিলেন তাঁদের পুলিশ লাঠিপেটা করে বাইরে বার করে দেয় বলে অভিযোগ। এরপরই বিজেপি কর্মীর রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে।