কলকাতা
শনিবার মেদিনীপুরে সনাতন সিংহের বাড়িতে মধ্যাহ্নভোজন করে সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ অমিত শাহের।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: শনিবার মেদিনীপুরে মেগা জনসভায় যাওয়ার আগে বালিঝুড়ি গ্রামে কৃষক সনাতন সিংহের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুরের আহার করে অমিত শাহ এতটাই খুশি হন যে, সোশ্যাল মিডিয়ায় তাঁর মধ্যাহ্নভোজনের ছবি দিয়ে তিনি তাঁর আনন্দ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘মেদিনীপুরের (পশ্চিমবঙ্গ) বালিঝুড়ি গ্রামে শ্রী ঝুনু সিং এবং শ্রী সনাতন সিং মহাশয়ের গৃহে সুস্বাদু মধ্যাহ্নভোজনের ব্যবস্থা ছিল।’ তিনি আরো লেখেন, ‘তাদের পরিবারের পক্ষ থেকে এইরকম গভীর ভালোবাসা, স্নেহ আর উষ্ণ অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত। এত সুন্দর আতিথেয়তার জন্য আমি সর্বদাই তাদের কাছে কৃতজ্ঞ থাকব।’