কলকাতা
রাজ্যপালের অনুমোদন ছাড়াই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : রাজ্যপালের অনুমোদন ছাড়াই রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর আজ নোটিফিকেশন জারি করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য হিসেবে অধ্যাপক মানস কুমার সান্যালকে নিয়োগ করেছে। আজ সন্ধ্যায় এই নিয়োগপত্র বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক শংকর কুমার ঘোষের মেয়াদ আগামী ২০ ডিসেম্বর শেষ হচ্ছে। উপাচার্য নিয়োগের জন্য যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল তার সুপারিশ অনুযায়ী অধ্যাপক সান্যাল এর নাম প্রথমে ছিল। কিন্তু আচার্য তথা রাজ্যপাল তাতে অনুমোদন দেননি। উচ্চ শিক্ষা দপ্তর থেকে আজ নোটিফিকেশন জারি করে অধ্যাপক মানস কুমার সান্যালকে উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ করা হয়।