শুভেন্দুর ইস্তফা গ্রহণ করলেন না বিধানসভার অধ্যক্ষ।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দেয়া হয়নি তাই বিধায়ক শুভেন্দু অধিকারীর ইস্তফা গ্রহণ করলেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিকদের সামনে একথা জানালেন বিধানসভার অধ্যক্ষ। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারীর ইস্তফা আপাতত গ্রহন করা হচ্ছে না। কারণ বিধায়কের ইস্তফাপত্র গ্রহনের অধিকার সচিবের নেই।’ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বিষয়টা নিষ্পত্তি করতে আমি শুভেন্দুকে আগামী ২১ ডিসেম্বর বিধানসভায় আসতে বলেছি। উনি এখনও পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক। যতক্ষণ না আমি নিশ্চিত হচ্ছি যে এটা ওর স্বেচ্ছা পদত্যাগপত্র এবং প্রকৃত, ততদিন আমি এই পদত্যাগপত্র গ্রহণ করব না।’ যদিও পদত্যাগপত্র গৃহীত হলো কি না হলো সে ব্যাপারে শুভেন্দু অধিকারীর কিছু যায় আসে না বলে তাঁর ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে।