কলকাতা
এবার দলত্যাগ করলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: একের পর এক দলত্যাগ বা বিদ্রোহের খবরে তৃণমূল কংগ্রেসে ত্রাহি ত্রাহি রব। এবার দল থেকে পদত্যাগ করলেন শীলভদ্র দত্ত। তিনি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে ইমেইল করে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। যদিও তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বলে জানিয়েছেন। বিধায়ক বলেন, ‘সাধারণ মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়েছি। তাঁদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আমি আমার এলাকার জনসাধারণের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো।’ শীলভদ্র আরো বলেন, ‘সরকারি গাড়ি ছেড়ে দিয়েছি, ব্যাক্তিগত নিরাপত্তা রক্ষী এখনো ছাড়িনি, সরকার যদি মনে করে তাহলে তুলে নেবে।’