কলকাতা
দলের ভাঙ্গন ঠেকাতে আজ জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: একাধিক তৃণমূল নেতা দল ছেড়েছেন, দল ছাড়ার মুখে আরো অনেক নেতা। দলের মধ্যে থেকেও বহু নেতা কর্মীরা বিদ্রোহ ঘোষণা করছেন রোজ। এর মধ্যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কনিষ্ক পন্ডা জোর গলায় ঘোষণা করেছেন, শনিবার গেরুয়া আম্ফান হতে চলেছে, বিজেপিতে যোগ দিতে চলেছে 4 জন সাংসদ ও 70 জন বিধায়ক। এমতবস্থায় দলের ভাঙ্গন ও বিদ্রোহ আটকাতে আসরে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে ফিরেই আর কালবিলম্ব না করে শুক্রবার কালীঘাটে নিজের বাড়িতে বৈঠক ডাকলেন মমতা বন্দোপাধ্যায়। দলীয় রণকৌশল ঠিক করতে আজ বিকালে বৈঠক ডাকা হয়েছে। তৃণমূলের সব শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা উক্ত বৈঠকে উপস্থিত থাকবেন।