কলকাতা
টুইটারে মমতা ব্যানার্জীকে আক্রমণ করলেন তসলিমা নাসরিন।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: বুধবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে একহাত নিলেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, ‘হে মমতা! মুসলিম ভোটাররা আপনার জাগির নয়, তারা আমার জাগির।’ তিনি আরো লিখেছেন, ‘ধর্মনিরপেক্ষতা ধ্বংস করতে আমি ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় রাজনীতি করছি। তবে যদি আমি গভীর সংকটে পড়ি, আমি আমার পিঠ বাঁচাতে সংবিধান গ্রহণ করব।’ তসলিমা নাসরিনের এই টুইট প্রকাশ হতেই নেটিজেন দুনিয়ায় শুরু হয়ে যায় আলোচনার ঝড়।