তৃণমূলের জন্মদিনেই কী নতুন দল শুভেন্দুর! জল্পনা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : প্রতিদিনই দূরত্ব বাড়ছে শুভেন্দু-তৃণমূলের। মেদিনীপুরে খোদ নেত্রীই সভাতেই অনুপস্থিত ছিলেন তিনি। এমনকী পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে বদলে হয়ে গিয়েছে জন সংযোগ দফতর। সেই দফতরের রঙ সবুজ থেকে বদলে হয়েছে গেরুয়া। নন্দীগ্রামে নেমপ্লেট থেকে উধাও ‘বিধায়ক’ শব্দটিও। আর সেই আফিস সামলাচ্ছেন, না কোনও তৃণমূল কর্মীরা নয়, বরং সেই অফিসের দখল “দাদার অনুগামী”দের হাতেই। এরইমধ্যে বাঁকুড়া-পূর্ব মেদিনীপুরে তৈরি হয়েছে ‘দাদার অনুগামী’র দফতর। এমনকী, কোলাঘাট গেস্ট হাউজে গোপন বৈঠকও সেরে ফেলেছেন রাজ্যের প্রাক্তন এই হেভিওয়েট মন্ত্রী। সূত্রের খবর, তৃণমূলের বেশ কয়েকজন শুভেন্দুর পাশে থাকার বার্তা দিয়েও গিয়েছেন। সব মিলিয়ে জোড়াফুল শিবিরে শুভেন্দু এখন অতীত। এখন প্রশ্ন এখানেই কী হবে শুভেন্দুর ভবিষৎ? তবে কী বিজেপি শিবিরেই পা রাখছেন তিনি? একাধিক সংবাদমাধ্যম ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর বিজেপি যোগদানের তারিখও ঘোষণা করে দিয়েছে। তবে এখনও পর্যন্ত একাধিক ‘অরাজনৈতিক’ সভাতেও নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেননি শুভেন্দু অধিকারী। তবে এখন যে নিজেকে আর ‘তৃণমূল বিধায়ক’ বলতে খুব একটা স্বচ্ছন্দ বোধও করছেন না তিনি, তা স্পষ্ট। ঘনিষ্ঠ সূত্রে খবর, বিজেপিতে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী। অনেক হিসেব নিকেশ করে নিজস্ব দল তৈরিরই দিকেই এগোচ্ছেন পোড় খাওয়া এই রাজনীতিবিদ। অধিকারী ঘনিষ্ঠ সূত্রের খবর, আগামী ১ জানুয়ারী তৃণমূলের প্রতিষ্ঠাদিবসের দিনই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন তিনি। প্রাথমিকভাবে সবুজ বাংলা, তাম্রলিপ্ত প্রগতিশীল কংগ্রেস, রাষ্ট্রবাদী কংগ্রেস ও বাংলা কংগ্রেস এই চারটি নাম নতুন দলের জন্য স্থির করা হয়েছে। আরও জানা গিয়েছে যে চলতি সপ্তাহেই নির্বাচন কমিশনে নথিভুক্তের জন্য পাঠানো হবে নতুন রাজনৈতিক দলের স্বীকৃতি পাওয়ার জন্য। প্রতীক স্থির হয়েছে সবুজের অপর বাঘের মূখ। সূত্রের খবর, ইতিমধ্যে জেলায় জেলায় টিম সাজাচ্ছেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অনুগামীদের মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘু (আনুমানিক সেই সংখ্যা প্রায় ৮-৯ শতাংশ)। বিশেষকরে তৃণমূলের পর্যবেক্ষক হিসাবে থাকার সময় মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিন দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলা অনেকটাই শক্ত জমি শুভেন্দুর। তাই সরাসরি বিজেপিতে গেলে আখেরে লাভ তৃণমূলেরই, তা চিন্তা করেই নতুন দলের দিকে এগিয়েছেন তিনি।