কলকাতা
এবার এক পোস্টারে দুই নেতার ছবি।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: এবার হাওড়ার শিবপুরের রামরাজাতলায় নতুন ধরণের পোস্টের পড়লো। একটি পোস্টারে রাজীব ব্যানার্জী ও শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে রামরাজাতলার বিভিন্ন এলাকায় পোস্টার পড়লো। পোস্টারে ছবির নিচে লেখা আছে ‘প্রচারে:- আমরা দাদার অনুগামী দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি।’ এই প্রথম তৃণমূলের দুই জনপ্রিয় নেতার ছবি একসঙ্গে পোস্টারে দেখে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গেছে। আজই তৃণমূল শীর্ষনেতৃত্বের ফোন গেছে বনমন্ত্রীর কাছে। বিষয়টি কাকতালীয় হলেও রাজনৈতিক মহলের ধারণা তৃণমূল নেতৃত্ব রাজীব ব্যানার্জীকে যেনতেন প্রকারেন দলে রাখতে বদ্ধপরিকর।