কলকাতা
কেন্দ্রের ডাকে সাড়া দিচ্ছে না রাজ্য। দিল্লি যেতে চাইছেন না মুখ্য সচিব ও ডিজি।
নিউস বেঙ্গল ৩৬৫, নিউসডেস্ক: রাজ্যের তরফে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি লিখে জানিয়েছেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল। রাজ্যের তরফে চিঠি লিখে জানানো হয়েছে যে, ডায়মন্ড হারবারের ঘটনায় রাজ্য সরকার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে, তদন্ত চলছে, তাই স্বশরীরে দিল্লি যাওয়ার বিষয়টি থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হোক। উল্লেখ্য, বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লিতে আগামী ১৪ ডিসেম্বর রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজি বীরেন্দ্রকে তলব করে।