উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া খারিজ করল কলকাতা হাইকোর্ট।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : ২০১৬ র স্কুল সার্ভিস কমিশনের যে প্রক্রিয়া চলছিল তা সম্পূর্ণ বাতিল করা হল। কমিশনকে ফের নতুন করে শুরু করতে হবে সমগ্র প্রক্রিয়া। ২০১৫-২০১৬র যে প্যানেল তৈরি হয়েছিল তার সবটাই বাতিল করে দিয়েছে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চ। এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনকে আগামী আট সপ্তাহের মধ্যে নতুন করে মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা আবহে প্রয়োজনে ভার্চুয়ালি প্রক্রিয়া শুরু করতে পারে কমিশন।
হাইকোর্টের পর্যবেক্ষণ, ২০১৬-র SSC-র পুরনো মেরিট লিস্ট স্বচ্ছ নয়। একাধিক দুর্নীতি যুক্ত প্যানেল হয়েছে। প্রকাশিত তালিকাও স্বচ্ছ নয়। কাজেই SSC র নিয়ম অনুযায়ী ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। হাইকোর্টের নির্দেশ, কাউন্সেলিং, ডকুমেন্ট জমা দেওয়ার কাজ শুরু করতে হবে ৪ জানুয়ারির মধ্যে। গোটা বিষয়টি সম্পূর্ণ করতে হবে মে মাসের ১০ তারিখের মধ্যে। মামলাকারীরা জানাচ্ছেন, আলাদতের সিদ্ধান্তে তাঁরা খুশি, কিন্তু সময়সীমা বেড়ে যাওয়ায় খানিকটা হতাশার সুরও তাঁদের গলায়। যদিও তাঁদের আবেদন, ভার্চুয়ালি নয় বরং স্বশরীরে প্রক্রিয়ায় অংশ নিতে চান তাঁরা।