কলকাতা
ষষ্ঠ শ্রেণী থেকে নবমে শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা নয়, সরাসরি পরের ক্লাসে উত্তীর্ণ ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা না নেওয়ার নির্দেশিকা জারি করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের নির্দেশিকা অনুসারে সরাসরি পরের ক্লাসে উত্তীর্ণ হবে পড়ুয়ারা। করোনা অতিমারী পরিস্থিতি মিটে যাওয়ার পর স্কুল খুললে এবং পঠনপাঠন পুরোমাত্রায় শুরু হলে পুরনো সিলেবাস শেষ করতে অতিরিক্ত দায়িত্ব নিয়ে পড়ানোর উদ্যোগ নিতে হবে। সিলেবাস শেষ হবার পর ছাত্রছাত্রীরা নতুন ক্লাসে সিলেবাস পড়তে শুরু করবে। এছাড়া পূর্ব ঘোষণা মত দশম শ্রেণীতে কোন টেস্ট পরীক্ষা নেওয়া যাবে না। কোন স্কুল চাইলে মক টেস্ট নিতে পারে, অবশ্য স্কুল পুরোদমে চালু হওয়ার পর।