কয়লা-বালি চোর বললেই সবাই ভাইপোর নাম বলে: কৈলাস বিজয়বর্গীয়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : ফের ‘ভাইপো’ প্রসঙ্গ তুলে অভিষেক বন্দোপাধ্যায়কে আক্রমন কৈলাস বিজয়বর্গীয়র। আজ ভীমরাও আম্বেদকরের জন্মশতবার্ষিকীতে রেড রোডের কর্মসূচী থেকেই কয়লা থেকে বালি, এমনকী সিন্ডিকেটেও ভাইপো’র ‘হাতযশ’ আছে বলে অভিযোগ এই কেন্দ্রীয় সম্পাদকের। এদিন তিনি বলেন, “বাংলায় কয়লা চোর, বালি চোর এমনকী সিন্ডিকেটে কে জড়িত? নাম উঠে আসছে ভাইপোর। এটা কিন্তু আমি বলছি না। জনগন বলছে। সবাই বলছে কয়লা, বালি চোর, কয়লা চোরের নাম ভাইপো।”এদিন সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের প্রসঙ্গ টেনে কৈলাস বিজয়বর্গীয় বলেন, “বাবাসাহেবের লেখা সংবিধান গোটা দেশে মানা হয়। একমাত্র পশ্চিমবঙ্গে তা মানা হয় না। এখানে ভাইপোর সংবিধান চলে। এখানকার সংবিধান ভাইপো লেখেন।” ইতিমধ্যে “বহিরাগত” ইস্যুতে সরগরম রাজ্য। এদিন সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দোপাধ্যায়কেও তীব্র আক্রমন করেন কৈলাস বিজয়বর্গীয়। বলেন,”আপনার কাছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই বহিরাগত। আর রোহিঙ্গা, মুসলিম, বাংলাদেশের মুসলিমদের বেলায় আপনি চুপ। কেন আপনি কী ওদের মাসি হন?”