কলকাতা
এবার রাজীব ব্যানার্জীর সমর্থনে পোস্টার কলকাতায়।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: শুভেন্দু অধিকারীর পর এবার বনমন্ত্রী রাজীব ব্যানার্জীর ছবি দিয়ে তাঁর সমর্থনে পোস্টার পড়লো শ্যামবাজার, গিরিশ পার্ক, মানিকতলা, কাঁকুড়গাছি সহ উত্তর কলকাতার বেশ কিছু এলাকায়। রাজীবের ছবি সহ কিছু পোস্টারে লেখা ‘কাজের মানুষ, কাছের মানুষ’, আবার বেশ কিছু পোস্টারে লেখা ‘সততার প্রতীক’। কোথাও বা লেখা ‘ছাত্র যুবর নয়নের মনি’। সৌজন্যে উত্তর কলকাতা স্পোর্টস লাভার এসোসিয়েশন। উল্লেখ্য, উত্তর কলকাতার এই এলাকাগুলিতে এর আগে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার লক্ষ্য করা গিয়েছিল। এবার এই একই জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার! স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শাসক শিবির তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর পর এই ধরণের পোস্টারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে রাজনৈতিক মহলে।