কলকাতা
‘চোরের মায়ের বড়ো গলা’ – অরূপের নিশানায় রাজীব।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: নাম না করে রাজীব ব্যানার্জীকে আক্রমণ করলেন মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। ‘চোরের মায়ের বড়ো গলা’ বলে অরূপ রায় বলেন, ‘যে অপরকে দুর্নীতিগ্রস্থ বলে তাঁর আগে নিজের বিচার করা উচিত’। তিনি রাজীব ব্যানার্জির নাম না করে বলেন, ‘যে কোনো কিছু না করে দলের জন্য কোনো স্যাক্রিফাইস না করে উঠে এসেছে তাঁর মুখে এসব কথা মানায় না। ব্ল্যাকমেলিং করে বেশিদিন কাজ করা যায় না’। তিনি আরো বলেন, ‘আমি কারোর নাম না করে বলছি, যে বেশি দুর্নীতিগ্রস্থ সে লোককে বেশি দুর্নীতিগ্রস্থ বলে চেঁচায়’। রাজ্যের এক মন্ত্রীর এহেন মন্তব্যে রাজনৈতিক মহলের ধারণা, শুভেন্দু অধিকারীর পর এবার রাজীব ব্যানার্জীকেও তৃণমূল কংগ্রেস মুছে দিল দল থেকে।