শুভেন্দুর বিজেপি যোগের জল্পনা বাড়ালেন মুকুল রায়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : ভার্চুয়াল বৈঠকে শুক্রবারই নাম না করে শুভেন্দু ও তার অনুগামীদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলে কোনভাবেই “বেসুরো” মন্তব্য মেনে নেওয়া হবে না বৈঠকেই তা পরিস্কার করে দেন তিনি। এমনকী মিটিং-এ থাকা পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শিশির অধিকারীকে মমতা বন্দপাধ্যায় নির্দেশ দেন ,” আমার ১ জন চলে যাবে, কিন্তু ১ লক্ষ সম্পদ তৈরি হবে। নন্দীগ্রাম, গড়বেতা, নন্দকুমারে যারা দল বিরোধী কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নন্দীগ্রাম ও নন্দকুমারের ব্লক সভাপতিদের সরিয়ে দিন।” শুভেন্দুকে নিয়ে মমতার কড়া অবস্থানের মধ্যেই প্রাক্তণ পরিবহণ মন্ত্রীকে নিয়ে জল্পনা বাড়ালেন মুকুল রায়। শুক্রবার রাতে বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি বলেন, “শুভেন্দু মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন। ও দল ছেড়ে দিযেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। 2-১ দিনের মধ্যেই এই অধ্যায়ের সমাপ্তি হবে।” আর যা নিয়ে শুরু হযেছে জল্পনা। তবে কী সামনের সপ্তাহেই পদ্ম শিবিরে শুভেন্দু?