শুভেন্দুর জন্য বন্ধ তৃণমূলের দরজা, বুঝিয়ে দিলেন সৌগত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : আর কোন সুযোগ নয় শুভেন্দু অধিকারীকে। কার্যত তার জন্য বন্ধ তৃণমূলের দরজা। বুঝিয়ে দিলেন সৌগত রায়। এমনকী তা এসএমএস করে শুভেন্দুকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর ফলে আর শুভেন্দু অধিকারীর তৃণমূলে ফেরার কোনও ক্ষীণ সম্ভাবনাও যে নেই তাও কার্যত পরিস্কার হয়ে গেল। আগামী রবিবার সাংবাদিক সম্মেলন করার কথা শুভেন্দু অধিকারীর। তৃণমূল সূত্রে খবর, দল মনে করছে ওইদিনই তৃণমূলের সঙ্গে তার দূরত্বের প্রাথমিক কাজ সেরে ফেলবেন শুভেন্দু অধিকারী। আর তাই দলের তরফেও পাল্টা শুভেন্দুকে কড়া বার্তা দিল তৃণমূল। এদিন সৌগত রায় বলেন,” শুভেন্দুর সঙ্গে আর কোনও কথা নয়। দল ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছে।” তবে শুভেন্দু দল ছাড়লেও যে তাতে তৃণমূলেও তাতে কোনও ক্ষতি নেই, এদিন তাও বুঝিয়ে দিয়ে সৌগত রায় বলেন,” তৃণমূল বড় দল। কে এল কে গেল তাতে আমাদের কিছু যযায় আসে না।”