আপনাদের সঙ্গে ভবিষ্যতে কাজ করতে চাই না, সৌগতকে এস এমএস শুভেন্দুর।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : স্বস্তির রেশ কাটতে না কাটতেই ফের কালো মেঘ তৃণমূলের অন্দরে। মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক- পিকের সঙ্গে গোপন বৈঠকের পর শুভেন্দু তৃণমূলেই থাকবেন বলে দাবী জানিয়েছিলেন সৌগত রায়। এমনকী আজই সাংবাদিক সম্মেলন করে দলে থাকার কথা ঘোষনা করার কথা শুভেন্দুর। সূত্রের খবর, ওই বৈঠকেই আগামী ৭ দিনের জন্য সময় চেয়ে নেন শুভেন্দু। কিন্তু গতকালের ‘হাইভোল্টেজ” বৈঠকের পর আজ সকাল থেকে ঘুরতে শুরু করে চাকা। সূত্রের খবর, গতকালের বৈঠকের পর আজ সৌগত রায় কে এসএমএস করেছেন শুভেন্দু। গতকালের বৈঠক নিয়ে তিনি যে অসন্তুষ্ট তাও স্পষ্ট করে দিয়ে এস এম এসে শুভেন্দুর বক্তব্য, “আমায় অনৈতিকভাবে বৈঠকে ডাকা হযেছে। আমি অসন্তষ্ট। আমি আপনাকে শ্রদ্ধা করি কিন্তু আপনাদের সঙ্গে ভবিষ্যতে আর কাজ করতে চাইনা।” সুত্রের খবর,গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়ের সঙ্গে বৈঠকের কথা শুভেন্দুকে জানানো হয়। সেইমত বৈঠকের সময় দেন শুভেন্দু। সেই বৈঠকে অভিষেক ও পিকে উপস্থিত থাকার বিষয়টি আদৌ জানানো হয়নি তাকে। আর এই বিষয়টি ভালোমত মানতে পারছেন না শুভেন্দু অধিকারী। গোটা বিষয়টি নিয়েই যথেষ্ট অপমানিত তিনি। সূত্রের আরও খবর, বৈঠকের পর যেভাবে মিডিয়ার সামনে সৌগত রায় মূখ খুলেছেন, সেটাও মেনে নিতে পারেননি শুভেন্দু। বৈঠকের সময় দেন শুভেন্দু।