এবার গুন্ডা বলায় অভিষেককে আইনি চিঠি দিলীপের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : রবিবারের সভায় বিরোধীদের আইনি ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়েছিলেন। এমনকী দিলীপ ঘোষ-কৈলাস বিজয়বর্গীয়দের কখনও মাফিয়া আবার কখনও গুন্ডা বলে আক্রমণ করে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ক্ষমতা থাকলে আদালতে যাওয়ার। তার একদিন কাটতে না কাতেই প্রকাশ্য মঞ্চে তাঁকে ‘গুন্ডা’ বলে দাবি করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন আইনজীবী অভিষেককে আইনি চিঠি পাঠিয়ে ৩ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হযেছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রবিবার সাতগাছিয়ায় তৃণমূলের এক জনসভা থেকে দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ শানান। এই সভা থেকেই তিনি বলেন, ‘আমি তো বলছি দিলীপ ঘোষ গুন্ডা, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, সুনীল দেওধর বহিরাগত, কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় একটা গুন্ডা।’ সোমবার দুপুরে অভিষেককে আইনি চিঠি পাঠান দিলীপ ঘোষের আইনজীবী। তাতে লেখা রয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে ডায়মন্ড হারবারের সাংসদকে।