শুভেন্দুর সঙ্গে আলোচনার দরজা খোলা : সৌগত রায়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : শুভেন্দুকে নিয়ে এখনও আশায় তৃণমূল। সোমবারও নন্দীগ্রামে দলীয় পতাকা ছাড়াই রাস মেলার উদ্বোধন করেন শুভেন্দু। এমনকী সেই মেলাতেই হরিনামও করেন তিনি। কোথাও নাম পর্যন্ত মুখে আনেননি মুখ্যমন্ত্রীর। তারপরও শুভেন্দু অধিকারীকে নিয়ে আশাবাদী দল। এই দায়িত্ব দেওয়া হয়েছে দমদমের সাংসাদ ও তৃণমূলের মূখপাত্র সৌগত রায়কে। সোমবার তিনি বলেন, “রাজনীতিতে ধৈর্য ও অধ্যাবসায়ের মাধ্যমে এগোতে হয়। কোনও কিছুতেই লাইন টানা যায় না। মানুষে মানুষে কথা হতেই পারে। সেকথা শুভেন্দুর ক্ষেত্রেও খাটে। আমি মনে করি, শুভেন্দুর সঙ্গে এখনো কথা বলার সুযোগ রয়েছে। এবং আমরা কথা বলার চেষ্টা করব।” ইতিমধ্যেই দলের একাংশের বিরুদ্ধে ছেলে শুভেন্দুকে অপমান করায় ক্ষোভ উগরে দিয়েছেন শিশির অধিকারী। তারমধ্যেও শুভেন্দুর সঙ্গে এখনও আলোচনার রাস্তা খোলা আছে বলে দাবী করে সৌগত রায বলেন, ” আবার বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যা করছি, পার্টির অনুমোদন নিয়েই করছি। যা করবো পার্টির অনুমোদন নিয়েই করব’। গত শুক্রবার মন্ত্রিত্বে ইস্তফা দিলেও এখনও তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি শুভেন্দু অধিকারী। আর তাই এখনও আশার আলো দেখছে তৃণমুল।