পশ্চিমবঙ্গ কে পশ্চিম বাংলাদেশ তৈরির চক্রান্ত করছে তৃণমূল : দিলীপ ঘোষ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : অনুপ্রবেশ নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের। সোমবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অনুপ্রবেশকারীদের ” মদতদাতা” বলেও অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি। তার বক্তব্য, “পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরির চক্রান্ত করছে তৃণমূল। অনুপ্রবেশের শিকার বাংলা। অনুপ্রবেশকারীদের জন্য দেশের সম্পত্তি নষ্ট হচ্ছে।” এর আগে একাধিকবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে আইএসআই বা এই ধরনের মুসলিম উগ্রপন্থী সংগঠনের সদস্য বা চাই ধরা পড়েছে। সেই প্রসঙ্গ তুলে এদিন দিলীপ ঘোষ বলেন,”জঙ্গিদের করিডর হিসাবে ব্যবহার করা হচ্ছে রাজ্যকে। গোটা দেশে যেখানেই জঙ্গি হামলা হচ্ছে, বেশিরভাগ ধরা পড়েছে বাংলা থেকে।” তবে এখানেই শেষ নয়, এদিন এই ইস্যুতে আক্রমণের ঝাঝ আরও বাড়িয়ে দিলীপ ঘোষ বলেন, “এরা সব দিদির ভাই। আপনি প্রতিবাদ করলেই সাম্প্রদাযিক হয়ে যাবেন।” পাশাপাশি তিনি আরও বলেন,” যদি আবার উদ্বাস্তু হতে চান, তাহলে তৃণমূলকে ভোট দিন।”